দুপুর দুটো থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও এক্সরে না হওয়ায় ক্ষোভ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে


রবিবার,০১/১১/২০২০
898

পশ্চিম মেদিনীপুর:– মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আছেন সুস্থ হতে, কিন্তু সেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেন্টার দুপুর থেকে রয়েছে বন্ধ। কারণ নাকি বিদ্যুৎ নেই। যদিও হাসপাতালে অন্যান্য বিল্ডিংয়ে বিদ্যুৎ রয়েছে। কেউ এসেছেন এক্স-রে করাতে কেউবা এক্সরে রিপোর্ট নিতে। কিন্তু হাসপাতালের এক্স-রে বিভাগে বিদ্যুৎ বিভ্রাট থাকায় কারোরই কোনো কাজ হচ্ছেনা সমস্যায় পড়ছেন সাধারণ রোগী ও তার বাড়ির আত্মীয়রা। প্রায় দুপুর দুটো থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও এক্সরে না হওয়ায় ক্ষোভ দেখা দেয় সাধারণ রোগ ও তার আত্মীয়দের মধ্যে। অভিযোগ শুধুমাত্র চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যারা দূর-দূরান্ত থেকে আসছেন হাসপাতালে সেখানে এক্স এর মত একটি বিভাগ দুপুর থেকে বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এর কোনো সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ জানেনা না ডিজিটাল এক্সরে সেন্টার কেন বিদ্যুৎ হীন অবস্থায় পড়ে রয়েছে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট