বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হচ্ছে পিপিই কীট পরে


শুক্রবার,৩০/১০/২০২০
748

কলকাতা: এবছর কলকাতার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হচ্ছে পিপিই কীট পরে। তাই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসাধারণকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাব উদ্যোক্তাদের তরফ থেকে। এই ক্লাবের উদ্যোক্তা জানিয়েছেন এবছর দুর্গাপুজো করা হয়েছে সচেতনতা অবলম্বন করে তাই পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং নিজেদের মধ্যেই সাবধানতা অবলম্বন করতে লক্ষ্মীপুজো তারা এইভাবে করছে। যেন করোনা সংক্রমণ কোনভাবে সংক্রমিত না হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে দিন পি পি ই কীট পরে পুজো হচ্ছে । প্রথম থেকেই প্রশাসন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দর্শক সমাগম কোন মন্ডপে যেন বেশি না হয় সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছিল। দুর্গাপূজার সময় এবার লক্ষ্মী পূজার সময় যেন কোন ক্লাবে বা কোথাও পূজামণ্ডপে জনসমাগম না হয় সেই দিকটাই খেয়াল রাখা হচ্ছে। তাই ঠাকুরের পুজোর ভোগ তৈরি করতে বেশকিছু জন সদস্যের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যারা এখানে নিজেদের নিয়োজিত করেছেন তারা প্রত্যেকেই পিপিই কীট পরিধান করেছেন ।যেন কোনোভাবেই সংক্রমিত কেউ না হয় এবং নিজেদেরকে আরো বেশি প্রোটেকশন দেওয়ার জন্য তারা এই পথ অবলম্বন করেছেন। তবে প্রত্যেক বছরের মতো এ বছরও মহাসমারোহে লক্ষ্মী পুজো করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র কয়েকজন সদস্যের উপস্থিতিতে এই লক্ষ্মী পুজো করা হচ্ছে এ বছর।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট