বিজেপি নেতা খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে পথ অবরোধ বাগনানে


শুক্রবার,৩০/১০/২০২০
686

হাওড়া,বাগনান: বিজেপি নেতা কিংকর মাজি খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে পথ অবরোধ বাগনানে। এর পাশাপাশি গতকালের ডাকা বন্ধে পুলিশের হাতে আটক ৬ বিজেপি কর্মীকে অবিলম্বে মুক্তির দাবিতে বাগনানে লাইব্রেরি মোড় অবরোধ করে বিজেপি। এর জেরে অবরুদ্ধ হয়ে যায় ওই রাস্তার যানচলাচল। খবর যায় স্থানীয় হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অবরুদ্ধ রাস্তা খালি করে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

এ বিষয়ে বিজেপি কর্মীদের দাবি, অন্যায়ভাবে আটক করা হয়েছে তাদের ছয়জন কার্যকর্তাদের। অবিলম্বে তাদেরকে ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি কিংকর মাঝিকে খুনের ঘটনায় সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশকে

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট