কলকাতা : করোনা পরিস্থিতির মধ্যেই বাঙালির লক্ষীপুজো। কোজগরী লক্ষী পুজো আয়োজনের মধ্য দিয়ে মায়ের কাছে আর্তি জানানো হয় “এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে।” তবে এ বছর পরিস্থিতি ভিন্ন। করোনা বিধি মান্যতা দিয়ে চলতে হচ্ছে সকলকে। বজায় রাখতে হচ্ছে শারীরিক দূরত্ব। পুজোর আগে পুজোর আয়োজন যে ব্যস্ততা, যে তোড়জোড় থাকে এবার যেন তাতে ভাটার টান। প্রতিমা থেকে ফলমূল ও অন্যান্য সামগ্রী নিয়ে বিক্রেতারা বসলেও অভাব ক্রেতার।
আনুষঙ্গিক খরচ কিছুটা বাড়লেও প্রতিমার দাম এবছর তেমন বাড়েনি। তবুও ক্রেতা না মেলায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। লক্ষ্মী পুজোর এই সময়টাই লক্ষ্মী লাভের প্রত্যাশায় এখন ব্যবসায়ীরা। হাতে আরও একটা দিন রয়েছে। তাদের আশা ক্রেতারা আসবেন।