|| আতস কাচ ||
ছোট ছোট নুড়ি, রঙিন ঝিনুক
পেয়েছি সাগর বেলায়,
ওরাতো বন্ধু, সাজিয়ে রেখেছি
আমার ছোট্টবেলায়।
বন্ধু খুঁজেছি, ফুলের বাগানে
খেলার সাথীর পরে–
চয়ন করেছি হাসি আর ফুল
রেখেছি আঁজলাভরে।
কর্মজীবনে সুদীর্ঘক্ষণে
যত চেয়ে চেয়ে দেখি–
কূটিল চাহনি, সুচতুর হাসি,
সাদা কথা–সব মেকি!
যে হতো বন্ধু, হোল সে শত্রু
আত্মসুখের তরে,
আজ খুঁজে ফেরে, হাহাকার করে
বন্ধু নাইকো ঘরে।
প্রকৃতি বিধান, নিউটন বলে
তৃতীয় সূত্র এই,
ব্যথা দিলে পরে, সে ব্যথা ফিরিবে
কোন মতভেদ নাই।
আতস কাচেতে খুঁজে দেখি আজ,
মিঠে–কূট হাসিখানি–
বেদনায় ভরা, বন্ধু তোমায়–
কে দেবে প্রলেপ আনি!
আমি বুড়োবেলা, দেখি আজ খেলা
আতস কাচটি দিয়ে,
শিশুদের দল, করে কোলাহল
অনাবিল হাসি নিয়ে।
*******
আই.আই.টি. খড়্গপুর এর প্রাক্তনী