ঝাড়গ্রাম: দুর্গা প্রতিমা সাধারণত হয় ৭ থেকে ৮ ফুটের। থিম পুজোতে হয় আরও বেশি বড়ো দুর্গার মূর্তি। কিন্তু গোপীবল্লভপুরে ১ইঞ্চির প্রতিমার বানালেন শিল্পী। পেশায় তিনি স্কুল শিক্ষক। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা এসসি হাইস্কুলের শিক্ষক প্রসেনজিৎ প্রধান। গোপীবল্লভপুরে থাকেন তিনি। ১ইঞ্চি খানেক বড়ো এই প্রতিমা। এই প্রতিমা বানাতে ব্যবহার করা হয়েছে রেজিন মেশানো পুট্টি। তাঁর শখ রয়েছে বাড়ির জিনিসপত্র দিয়ে বিভিন্ন কারুকার্য করার। তিনি জানিয়েছেন, মূর্তিটি বানাতে এবং রঙ করতে সময় লেগেছে মাত্র দু’ঘন্টা৷ তুলে দিয়ে রঙ করার সময় ব্যবহার করা হয়েছে কালার।’
গোপীবল্লভপুরে ১ইঞ্চির দুর্গা প্রতিমা বানালের স্কুল শিক্ষক
বুধবার,২১/১০/২০২০
467