ভাঙড়ের প্রান্তিক মানুষের হাতে পুজোর উপহার তুলে দিল জয় হিন্দ বাহিনী


বুধবার,২১/১০/২০২০
1307

নিজস্ব প্রতিবেদকঃ  বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আসন্ন।  শুরু হয়ে গিয়েছে বছরভর অপেক্ষার শেষে আগত সেই কাঙ্ক্ষিত দিন গুলিকে ঘিরে বাঙালির উন্মাদনা। আর শহর থেকে শহরতলি ইতিমধ্যে উৎসবপ্রেমী বাঙালি শুরু করে ফেলেছে পুজোর কাউন্ট ডাউন। আকাশে বাতাসে পুজোর আমেজ, বাতাসে আগমনীর সুর। উৎসবের মুখে ভাঙড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নিল ভাঙড়ের জয় হিন্দ বাহিনীর কর্মকর্তারা। এদিন ভাঙড়ের পোলেরহাট অঞ্চলে এক বস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে দুঃস্থ ও প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ও ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম, ভাঙ্গড় ২ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অহিদুল ইসলাম, ভাঙ্গড় ২ জয়হিন্দ বাহিনীর সভাপতি কাজী আব্দুল মোমিন সহ পোলেরহাট ১ নম্বর তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কামরুল হাসান। এই মহতী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবীগন উপস্থিত ছিলেন।

 

বলাইবাহুল্য, লকডাউন ও মহামারীর ফলে বহু মানুষ কাজ হারিয়েছেন, বহু মানুষের জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছিল, এই উৎসবের মুখে সেই সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য নজীর সৃষ্টি করলেন ভাঙড় 2 নাম্বার ব্লক জয়হীন্দ বাহিনীর সভাপতি আব্দুল মোমিন। এদিন প্রায় ২৫০ জন সাধারন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর মুখে নতুন বস্ত্র পেয়ে আপ্লুত সাধারন মানুষজন। পাশাপাশি জয়হীন্দ বাহিনীর এই অনবদ্যে উদ্যেগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট