কলকাতা : রাজ্য সরকার অসততা করেছে পুজো নিয়ে। অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন পুজো নিয়ে মামলায় হাইকোর্ট যে পর্যবেক্ষণ ও রায় দিয়েছে তাতে স্পষ্ট পুজো নিয়ে অসত্য করেছেন মুখ্যমন্ত্রী। সুজন চক্রবর্তী বলেন, পুজো কমিটিকে টাকা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কঠিন পরিস্থিতিতেও এবছর পুজো যাতে হয় সে জন্যই সরকার পুজো কমিটিকে টাকা দিচ্ছে। কিন্তু এই মামলায় রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টে অন্য কথা বলেছেন। তিনি বলেছেন স্যানিটাইজার মাস্ক কেনার জন্য এই টাকা।
https://youtu.be/DpMhjXN3xIs