কোভিড -১৯ এর মধ্যে দুর্গাপূজা উৎসবের জন্য গাইডলাইন


শুক্রবার,১৬/১০/২০২০
560

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড -১৯ এর মধ্যে দুর্গাপূজা উৎসবের জন্য গাইডলাইন ঘোষণা করেছেন

নির্দেশিকা অনুসারে

🔷সঠিক ভাবে বায়ু চলাচলের জন্য প্যান্ডেলটি চারদিক থেকে খোলা হওয়া দরকার।

🔷 প্যান্ডেলগুলির প্রবেশের স্থানগুলিতে স্যানিটাইজার বাধ্যতামূলক এবং হাত স্যানিটাইজ করতে হবে।

🔷মাস্ক পরা বাধ্যতামূলক হবে।।

🔷সকলকে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে।।।

🔷সকল দর্শনাথীদের উপর খেয়াল রাখতে হবে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলছে কি না।।

🔷খেয়াল করতে হবে সকল দর্শনার্থী হাত স্যানিটাইজার করছে কি না।।

🔷খেয়াল রাখতে হবে সকলের মুখে মাস্ক আছে কি না।।

🔷গুরুত্বপূর্ণ দিয়ে খেয়াল করতে হবে কোনো কারণেই ভিড় একদম না হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট