পশ্চিম মেদিনীপুর:– বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড়ে আবার ভাঙন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর বিধানসভা এলাকায় আজ স্থানীয় ইন্দা মোড়ে তৃনমূলের এক দলীয় কর্মসূচিতে বিজেপির জেলা ক্রীড়া সেলের সভাপতি শুভ সাহা, আইনজীবী দিলীপ সিং, খড়গপুর মহিলা মোর্চার সভানেত্রী সুদেষ্ণা পাল সহ প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক গন যোগদান করলেন তৃণমূলে। একুশের বিধানসভা নির্বাচনের আগে খড়গপুর বিজেপিতে ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস।
কিছুদিন আগেই কোলকাতায় তৃনমূল ভবনে দিলীপের গড়ে বিজেপিতে বিরাট ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন চার হেভিওয়েট বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুর ২০১৬ সালে মানুষ বিধানসভার এবং লোকসভা নির্বাচনে আমাদের আশীর্বাদ করেনি। বিজেপির ওপর মানুষ আস্থা হারাচ্ছেন। তাই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন। মানুষ প্রদীপ সরকারকে ভোটে নির্বাচিত করেছেন। স্থানীয় বিধায়ক প্রদীপ সরকার বলেন, দিলীপবাবুর দল বিজেপি আইন শৃঙ্খলা ভঙ্গের রাস্তায় নেমেছে। রাজ্যের অধিকার আইন শৃঙ্খলারক্ষা করার। অমিত শাহের নাক না গলানোই ভালো। তারা রাজ্যের আইনের ঘেরাটোপের মধ্যেই আছে। তারা কতটা সুরক্ষিত নিজেরাই জানেন। আজকে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা জেলার তৃণমূল এর কোঅর্ডিনেটর প্রদীপ সরকার, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, দলের জেলার মুখপাত্র দেবাশীষ চৌধুরী, রবি পান্ডে, শহর যুব সভাপতি অসিত পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।