পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার মেদিনীপুরে ফেডারেশনের সভাপক্ষে এক সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে একের পর অভিযোগ করে জেলার উন্নয়ন মূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। সাংসদ মানস ভুইঁয়া , বিধায়ক দীনেন রায় , জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী , যুব নেতা নির্মাল্য চক্রবর্তী কে পাশে বসিয়ে জেলা সভাপতি কন্যাশ্রী থেকে সবুজ সাথী , পথশ্রী প্রকল্পের তথ্য তুলে ধরেন। তিনি জানান গত ৮ বছরে মা মাটি মানুষের সরকার যা কাজ করছে তা একটা রেকর্ড । কোনো রাজ্যের সরকার এত কম সময়ে এত কাজ করতে পারেন নি। বিজেপির কঠোর সমালোচনা করে তিনি জানান , এই জেলার যিনি সাংসদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিন শেষ হয়ে আসছে। ২০২১ সালে এই জেলা থেকে তাঁকে শূন্য হাতে ফিরতে হবে।
জেলার উন্নয়ন মূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি
শুক্রবার,০৯/১০/২০২০
805