১০০০ শিশুর ছবিতে সাজছে হাজরা পার্কের মন্ডপ


শুক্রবার,০৯/১০/২০২০
767

কলকাতা : এক সময় পৌর কর্মচারিরা পুজোর সূচনা করেছিলেন। ধীরে ধীরে তা সার্বজনীন রূপ নেয়। কলকাতা পৌর কর্মচারি দুর্গোৎসব সমিতির পুজো এখন তাই হাজরা পার্কের পুজো হিসাবেই পরিচিতি লাভ করেছে। ৭৮ তম বর্ষের ভাবনায় এবার শুধু শিশুরাই। একহাজার শিশুর হাতে আঁকা ছবি মন্ডপ সজ্জায় গুরুত্ব পেয়েছে। প্রতিমা নির্মানেও কচি হাতের ছোঁওয়া। পুজোর অন্যতম উদ্যোক্তা সায়নদেব চট্টোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতিতে শিশুরা গৃহবন্দি। তাদের কথা কেউ ভাবছে না, কেউ বলছে না। তাদের কথা ভেবেই এ বছর তাদের এই ভাবনা।

দর্শনার্থীরা এই করোনা পরিস্থিতিতে পুজো মণ্ডপে এসে যাতে কোন দুশ্চিন্তায় না পড়েন তার জন্য সব ধরনের বিধি মানা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট