নিজস্ব প্রতিবেদকঃ আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন তারপর আপামর বাঙালি ভাসবে প্রানের উৎসবে। আকাশে বাতাসে হিমের পরশ, কাশের বনে লেগেছে দোলা। ঢাকে কাঠি পরতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সারাবছর ধরে আপামর বাঙালি অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিনের জন্য। তবে এই বছরের ছবিটা অন্যবারের তুলনায় একেবারেই আলাদা। অতিমারীর আবহে বদলেছে অনেককিছু। তবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে তিলোত্তমা। পুজোর আনন্দে গা ভাসাতে প্রস্তত অনেকেই। মায়ের আর্শিবাদে বিশ্বজুড়ে শান্তি আসবে ফিরে ৷ এরকমই আশা ভক্তদের ৷ করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জন-জীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে। করোনার রক্তচক্ষুকে দূরে সরিয়ে রেখে ধীরে ধীরে ফুটে উঠেছে কাশফুল। বিক্ষিপ্ত বৃষ্টি–বাদলকে পাশ কাটিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা সাদা নীলমেঘ। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর ‘মহিষাসুরমর্দিনী’ ছড়িয়ে দিয়েছে আগমনীর সুর। এমন এক আবহে, আনন্দের বার্তা নিয়ে মা আসছে।