পশ্চিম মেদিনীপুর:- এ বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন কারা পাবে এই টাকা?এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অনেক এনজিও আছে বা পাড়ার অনেক ক্লাব আছে যারা হেল্প করতে চায়। তারা যেন এগিয়ে আসে। পুজো কমিটিগুলোকেও এনিয়ে প্রচার করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জেলার পুলিশ সুপারদের বলেন ১০ বছর ধরে যারা পুজো করছেন, তাদের পুজোর অনুমোদন যেন অবশ্যই দিয়ে দেওয়া হয়। তারাও এই টাকা পাবে। আর যাদের ইতিমধ্যেই অনুমোদন রয়েছে তারা তো ৫০ হাজার টাকা পাবেই। এ বিষয়ে যেন কোনও রকম দুনীতি না হয়, সেদিকে কড়া নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, কোনও পঞ্চায়েত বা পাড়ার হোমড়াচোমড়া বললে তাদের কথা মতো টাকা দেওয়া হবে না, এমনটা যেন না হয়। পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার দায়িত্ব পুলিশের। তিনি দল বা পঞ্চায়েতের মাধ্যমে এই টাকা কমিটিগুলিকে দেন না। দেন পুলিশের মাধ্যমে। অতএব তারা যেন সেদিকটা খেয়াল রাখেন।
এ বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার,০৭/১০/২০২০
1031