করোনায় মৃত চিকিৎসকের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার,০৭/১০/২০২০
674

পশ্চিম মেদিনীপুর:-কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ বছর বয়সি স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুরেন্দ্রনাথ বেরা করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিৎসকের স্ত্রী সাথী কে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সি গ্রূপের চাকরি করবেন। যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে তিনি মানবিক । এছাড়াও ওই মঞ্চ থেকে মঙ্গলবার ঘোষণা করলেন ১০ বছর ধরে মাওবাদীদের হাতে যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারকে এককালীন চার লক্ষ টাকা ও তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন ১০ বছর ধরে মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবারগুলি অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই তাদের পরিবার গুলিকে এককালীন চার লক্ষ টাকা ও তাদের পরিবারের একজন সদস্য কে হোম গার্ড এর চাকরি দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবারগুলি কয়েকদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। সেই সঙ্গে বিভিন্ন প্রশাসনের কাছে তারা তাদের দাবির কথা জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মঙ্গলবার মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ও চার লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। যার ফলে কার্যত খুশি মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবার গুলির সদস্যরা ।তারা বলেন দেরিতে হলেও মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমাদের পাশে থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়ানোয় আমরা এবার বেঁচে থাকতে পারবো বলে ওই পরিবার গুলির পক্ষ থেকে জানানো হয়। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রমাণ করলেন তিনি রাজনীতির বিরুদ্ধে মানুষের জন্য কাজ করেন তিনি যে মানবিক তা তিনি প্রমাণ করলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট