ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উন্নয়নের হাত ধরে কী ভাবে ঝাড়গ্রামের চেহার বদলে গিয়েছে দিলেন তাঁর ব্যাখ্যা৷ পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিলেন তিনি৷ কী ভাবে মাটির সৃষ্টির কাজ হচ্ছে, পথশ্রীর কাজ হচ্ছে, তা নিয়েও আলোচনা হল প্রশাসনিক বৈঠকে৷

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান-সহ মোট ছ’টি জেলার পঞ্চাশ হাজার একর অনুর্বর জমিতে বিভিন্ন কাজ করা হবে মাটির সৃষ্টি পরিকল্পনায়৷ ঝাড়গ্রামে  ১৬০ একর জমির উপর ইতিমধ্যেই মাটির সৃষ্টি প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে৷ ৪৮০ জন কৃষক ও স্থানীয় মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন৷ পতিত জমি, যেখানে কোনও দিনও ফসল ফলেনি, সেই ধরনের জমিতেই থেকেই খুলে দেওয়া হবে উপার্জনের পথ৷ এর ফলে আড়াই লক্ষ লোকের কর্ম সংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই প্রকল্প গোটা পৃথিবীকে নতুন পথে দেখাবে৷ অনুর্বর, পতিত জমিকে কী ভাবে কাজে লাগানো যায়, কী ভাবে উর্বর করা হয়, এই প্রকল্পের মাধ্যমে সেই কাজই করে দেখানো হবে৷ যা কর্মসংস্থানের নতুন পথও খোলার পাশাপাশি এলাকার উন্নতি সাধনও হবে৷

রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে গত কয়েক বছরে কয়েক লক্ষ কিলোমিটার পথ গ্রামাঞ্চলে তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে কংগ্রেস ও বাম জমানা মিলিয়ে বাংলায় মোট ৯২ হাজার কিলোমিটার সড়ক পথ ছিল৷ গত আট বছরের মধ্যে তা সাড়ে ৩ লক্ষ কিলোমিটারের কাছে পৌঁছে গিয়েছে৷ ২০১১ সালে প্রথম আমলাশোল থেকে ১৬ হাজার কিলোমিটার পথ নির্মাণ শুরু করা হয়েছিল৷ এর পর ভাঙড় থেকে শুরু হয়েছিল ২৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ৷ এভাবে প্রায় ২৪৪ ভাগ কাজ বাড়ানো হয়েছে৷ সেই কাজকে রক্ষা করতে হবে৷

এছাড়াও মাওবাদীদের মূল স্রোতে ফেরানো হয়েছে৷ কয়েক হাজার ছেলেমেয়েকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে৷ পাঁচ বছর যাঁরা সার্ভিস করছেন তাঁদের জুনিয়র কনস্টেবল থেকে কনস্টেবল করে দেওয়া হচ্ছে৷ ১ লক্ষ ২০ হাজার সিভিক পুলিশ নেওয়া হয়েছে৷

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

12 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

12 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

12 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

12 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

12 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

12 hours ago