বাংলাদেশে আবার তৃতীয় দফা বন্যায় লাল লাখ মানুষ অসহায়

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নওগাঁয় তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনিত হয়ে রাণীনগর, আত্রাই ও মান্দা উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় দেড়শত গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই লাখ মানুষ এখন পানিবন্দি। রাণীনগর, আত্রাই ও মান্দা উপজেলার বন্যা নিয়ন্ত্রন বাঁধের ৭টি স্থানে ভাঙা অংশ মেরামত না করায় ওই অংশ দিয়ে পানি প্রবেশ করে জেলার বন্যার পরিস্থিতির আরও অবনিত হয়েছে।  এছাড়াও প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কাচা ঘরবাড়ী ভেঙে যাচ্ছে। ফসলের মাঠ তলিয়ে যাচ্ছে। উচু স্থানে বা বাধের উপর আশ্রয় নিয়েছে মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জেলায় ৭ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। শতশত পুকুরের মাছ ভেঁসে গেছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। নওগাঁ পানি উন্নয়ন বোর্র্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ উজ্জামান খান জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আত্রাই ও যমুনা নদীর পানি কয়েকটি স্থানে কমলেও আত্রাই নদীর পানি আত্রাই রেল ষ্টেশন পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছোট যমুনা নদীর পানি কমে গিয়ে বর্তমানে বিপৎসীমার সমান্তরালে প্রবাহিত হচ্ছে। মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানিয়েছেন, এই উপজেলার ৪টি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রায় ৪০ হাজার মানুষ তাদের গৃহপালিত গবাদি পশু এবং হাঁস মুরগী নিয়ে এখনও বন্যা কবলিত হয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বন্যা কবলিত ১ হাজার পরিবারের মধ্যে জেলা প্রশ্সাকের উদ্যোগে ১০কেজি করে চাল এবং ডাল, তেল লবন, নুডলস ইত্যাদি শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশ্সানের অর্থায়নে প্রায় ২ লক্ষ টাকার ত্রান সামগ্রী বন্যা দূর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আত্রাই উপজেলার নির্বাহী অফিসার সানাউল ইসলাম জানিয়েছেন, এই উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ৮০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসকের উদ্যোগে ৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও  শুকনা খাবার হিসেবে চাল, ডাল, তেল, লবন, চিনি, নুডলস ইত্যাািদ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদের তহবিল থেকে আরও ২লক্ষ টাকার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। রাণীনগর উপজেলার নির্বাহী অফিসার আল মামুন জানিয়েছেন, এই উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসকের উদ্যোগে ২ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও শুকনা খাবার হিসেবে চাল, ডাল, তেল, লবন, চিনি, নুডলস ইত্যাািদ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদের তহবিল থেকে আরও ২লক্ষ টাকার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, চলতি বন্যায় জেলায় মোট ৬ হাজার ৮১৬ হেক্টর জমির আমন ধান এবং ১১১ হেক্টর জমির শাকসব্জি ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা প্রশাসক হারুন অর রশীদ জানিয়েছেন, ইতিমধ্যেই বন্যা দুর্গতদের মাঝে সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২৫ মে:টন চাল ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। বন্যা কবলিতরা জানান, প্রয়োজনের তুলনায় ত্রান সামগ্রী অপ্রতুল। এই বন্যা মোকাবেলায় আরও ত্রানসামগ্রী দেয়ার জন্য সরকারের উর্ধ্বতন কর্তপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেন।

admin

Share
Published by
admin

Recent Posts

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

18 hours ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

2 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

2 days ago

বিহারের জামুইতে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…

2 days ago

২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…

3 days ago

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তা

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…

3 days ago