ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে বাড়িতে পালাতে চাইছিলেন এক রোগী। যদিও ঝাঁপ দেওয়ার আগে নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখে ফেলায় তাঁকে কিছুক্ষণ পর সেখান থেকে নামানো হয়। ফলে কোনও বিপদ ঘটেনি।
জানা গিয়েছে, ওই রোগীর নাম কিঙ্কর মণ্ডল। তাঁর বাড়ি ঝাড়গ্রাম ব্লকের খালশিউলি গ্রামে। চারদিন আগে তিনি পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করে দু’দিন হাসপাতালে পর্যবেক্ষণে রেখে ছুটি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ওই রোগী বাড়ি যাওয়ার জন্য ছটফট করেছিলেন। কিন্তু নার্সরা সাফ জানিয়ে দেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া হাসপাতাল থেকে ছুটি দেওয়া সম্ভব নয়। এদিন ওই রোগীর কাছে থাকা তাঁর আত্মীয় নীচে খাবার কিনতে গিয়েছিলেন। সেই সময় হাসপাতালের বাথরুমের পাশ থেকে বেরিয়ে লাফানোর চেষ্টা করেন তিনি। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে কিছুক্ষণ পর ওই রোগীকে উদ্ধার করে।