জামবনী ব্লকের গিধনী বাজার এলাকায় ঢুকে পড়ল দলমার হাতির পাল


রবিবার,০৪/১০/২০২০
666

ঝাড়গ্রাম:- জামবনী ব্লকের গিধনী বাজার এলাকায় ঢুকে পড়ল দলমার হাতির পাল। ওই হাতির পালে মোট ১২টি হাতি ছিল। তারমধ্যে তিনটি শাবক। গত একমাস ধরে জামবনীর বিভিন্ন এলাকায় ২২টি হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে। যারফলে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, এদিন হাতির দলটি কানাইশোল জঙ্গলে চলে আসে। তারপর হুলাপার্টির তাড়া খেয়ে দলটি গিধনী আদিবাসী পাড়ায় ঢুকে পড়ে। হাতির দল পাড়ায় ঢুকে পড়তেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়। বাসিন্দা ও হুলাপার্টির সদস্যদের তাড়া খেয়ে হাতির দলটি গিধনীর মেন বাজারে ঢুকে পড়ে। হাতি বাজারে ঢুকে পড়ায় রাস্তার অনেক দোকানদার ছুটে পালিয়ে যায়। তারপর দলটি একটি আশ্রমে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাখানেক আশ্রমের মধ্যে দাপিয়ে বেড়ায় হাতির দলটি। আশ্রমের প্রাচীর ভেঙে হাতির দলটি জঙ্গলের দিকে চলে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট