ঝাড়গ্রাম : হাতির সামনে পড়ে গুরুতরভাবে জখম হলেন এক পথচারী । আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে জামবনি ব্লক এর লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের বড়শোল গ্রাম সংলগ্ন জঙ্গল রাস্তার উপর । আহত ব্যক্তির নাম রাখাল গোপ ( ৩৭ ) , পেশায় গাড়ি চালক । তাঁর বাড়ি ঝাড়খন্ডের উদাল গ্রামের । গতকাল রাতে টাঙ্গিয়ার কাছে গাড়ি রেখে পায়ে হাঁটের বাড়ি ফিরছিলেন রাখাল গোপ । হঠাৎ করে দল হাতির সামনে পড়ে যায় রাখাল । তুলে আছাড় মারে তাঁকে । এলাকায় দল হাতি থাকায় পাহারায় ছিলেন হুলপার্টির সদস্যরা । চিৎকার শুনে ছুটে যায় হুলাপার্টির সদস্যরা । খবর দেওয়া হয় রাখালের পরিবারকে । রাখালকে উদ্ধার করে প্রথমে চিল্কিগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । জানা যায় , হাতি রাখালের ডান পা ভেঙ্গে গুঁড়ো করে দিয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক । বর্তমানে সে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।
Amazon Brand - Vedaka Cumin (Safed Zeera) whole, 100 g
Now retrieving the price.
(as of বুধবার,২৫/১২/২০২৪ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)