পথশ্রী অভিযান বাংলার মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প সূচনা


বৃহস্পতিবার,০১/১০/২০২০
1290

পশ্চিম মেদিনীপুর:– পথশ্রী অভিযান বাংলার মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প সূচনা করেন। সবং ৩০ টি রাস্তার উদ্বোধন করলেন এলাকার বিধায়ক সন্মানিয়া গীতা রানী ভূঁইয়া। বিডিও তুহিন শুভ্র মহান্তি ,পঞ্চায়েত সমিতি কর্মকর্তাগন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজ প্রথম অনুষ্ঠানটি হয় দু’নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েতে বনমালা বেলতলা থেকে আদিবাসী পল্লী, তিন কিলোমিটার রাস্তা। দ্বিতীয় অনুষ্ঠানটি হয় ১১ নম্বর মহার অঞ্চলের কানুনচক বুথে খাটুয়া বাড়িতে খেকে আসাউদ্দিন বাড়ি পর্যন্ত ,সেখানে গীতা ভূঁইয়া বলেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যিনি গ্রামের মানুষের কথা ভেবে। সেই রাস্তার কাজ আছে বাস্তবে রূপায়িত হল আমরা অবাক হয়েই বাংলার মুখ্যমন্ত্রী কে দেখি তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলার মানুষের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করছেন তাতে বাংলার মানুষ খুবই উপকৃত হচ্ছেন এবং সঙ্গে রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া জেলার কর্মসূচি দাঁতন থেকে ফিরে পিংলার মালিগ্রাম হা দল সংসদে একটি রাস্তার উদ্বোধন করেন সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক গীতা ভূঁইয়া ডাক্তার মানস ভুঁইয়া বি ডি ও শঙ্খ ঘটক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি জেলা পরিষদের সদস্য শেখ সব রাতি সাহেব রাফিজুল সাহেব অনেক বিশিষ্ট ব্যক্তিগণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট