ঝাড়গ্রাম:- চাকরি চলে গেছে ? পকেটে টাকা খুব কম ? এদিকে পেটে খিদের জ্বালা ? চিন্তা নেই ৩৬৫ দিনের জন্য খুলে গিয়েছে ‘শ্রমজীবী ক্যান্টিন’। বিশেষ উদ্যোগ বাম কর্মীদের।বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার ঝাড়গ্রাম স্টেশন লাগুয়া সিপিআই দলের শ্রমিক সংগঠন এ আই টি ইউ সির জেলা কার্যালয়ে শ্রমজীবি ক্যান্টিনের উদ্বোধন করলেন অভিনেতা বাদশা মৈত্র।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়,শ্রমজীবী ক্যান্টিনে ২০ টাকায় মিল পাওয়া যাবে এবং তা চালানো হবে সারা বছর।মাত্র ২০টাকায় পাবেন ভাত, ডাল, আলুভাজা, ডিম ।প্রথম দিনের মেনুতে ছিল ভাত,আলুপোস্ত,মুরগির মাংশ।শ্রমজীবী ক্যান্টিনে ২০ টাকায় মিলছে খাবার এই উদ্যোগে খুশি শ্রমজীবী মানুষজন।সকাল থেকেই লাইন পড়ে ক্যান্টিনের সামনে। ২০ টাকা সহায়ক মূল্যের বিনিময়ে খাবারের প্যাকেট সংগ্রহ করেন অসহায় দিন আনা, দিন খাওয়া মানুষগুলি।
করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে কাজ হারানো অসহায় মানুষের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বাম তথা সিপিএম শ্রমজীবী ক্যান্টিন খুলেছে। যার সূত্রপাত ঘটেছিল, যাদবপুরে সিপিএমের “রান্নাঘর”থেকে। পরে কলকাতা-সহ গোটা রাজ্যেই তা মডেল হয়ে যায়। যেখানে মাত্র আমিষ বা নিরামিষ ২০ টাকার বিনিময়ে পেটপুরে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে শ্রমজীবী ক্যান্টিন করে বামেরা দাবি করেছিল, সাধারণ শ্রমজীবী মানুষের পাশে একমাত্র তারাই রয়েছে।
https://youtu.be/o_x2PPVC268