পশ্চিম মেদিনীপুর: কৃষি বিল লোকসভায় পাস হওয়ার পর এই নিয়ে সারা দেশ জুড়ে শরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। অপরদিক এই আইনের সমর্থনে সারা দেশ জুড়ে বিজেপি মিছিল ও পথসভা করছে। মঙ্গলবারও কৃষি আইনের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুর এলাকায় একটি পথসভায় যোগ দেন রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃনমূল সরকার কৃষকদের যে বাঁধনে বেঁধে রেখেছিল,নরেন্দ্র মোদী তা খুলে দিয়েছে, অন্যদিকে তিনি আরো বলেন রাজ্যপালকে বারবার অপমান করেছেন এই সরকার, রাজ্যপালের সাথে কিরকম ভাবে আচরণ করতে হয় এই সরকার জানে না, অন্যদিকে রাহুল সিনহা ও কেন্দ্রীয় কমিটি নিয়ে তিনি বলেন এই নিয়ে তৃনমুলের সাহষ করার দরকার নেই। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা সবাই এক আছি। তৃনমুল আমাদের যে ভাবে ভয় পায়,সেই ভাবেই থাকুক। পাশাপাশি অনুপম হাজরা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেন এটা ওর ব্যাক্তিগত মন্তব্য।দলীয় নয়। এটা নিয়ে উনি যা বলেছেন আমার মনে হয় ঠিক হয়নি এমনই মন্তব্য করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
অনুপম হাজরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা বলেছে ঠিক বলেনি,মন্তব্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের
বুধবার,৩০/০৯/২০২০
1193