চাকরি বা সরকারি সাহায্য না পেলে মাওবাদীদের দেখানো রাস্তাতেই হাঁটবো! মেদিনীপুরে কড়া হুঁসিয়ারী মাওবাদীদের হাতে নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের


বুধবার,৩০/০৯/২০২০
833

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: রাজ্যে মাওবাদী আন্দোলনের অবসানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। ক্ষমতায় এসেই মাওবাদীদের হাতে নিখোঁজ ও শহিদ পরিবারগুলির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ প্রায় ১০ বছর। তবে এর পরেও সাহায্য পায়নি মাওবাদীদের হাতে নিহত কিংবা নিখোঁজদের পরিবারের সদস্যরা। বিভিন্ন সময় জেলাশাসক থেকে নবান্ন পর্যন্ত দরবার করেছে তারা, তবে এতেও চিঁড়ে ভেজেনি। নিজেদের দাবি আদায়ের জন্য জঙ্গলমহলের এই পরিবারগুলি মিলে তৈরি করেছে জঙ্গলমহলের শহীদ ও নিখোঁজ পরিবারের যৌথ মঞ্চ। এবার নির্বাচনের ঠিক প্রাক্কালে রাজ্য সরকারের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার বার্তা দিল যৌথ মঞ্চের সদস্যরা। মঙ্গলবার মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে বসে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া চার জেলার শতাধিক পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, মাওবাদীরা খুন করে চাকরি পেয়েছে, আমাদের লোকেরা খুন হয়েও আমরা চাকরি পায়নি, পায়নি সরকারি সাহায্যও। তাই মাওবাদীরা যে জঙ্গলের রাস্তা দেখিয়েছে সেই রাস্তাতেই হাঁটব।

সাম্প্রতিক সময়ে পিকে টিমের সাথে বৈঠক থেকে শুরু করে শাসক দলের নেতৃত্বদের সাথে একাধিক এবার আলোচনা, জেলাশাসকের কার্যালয় থেকে নবান্ন পর্যন্ত ডেপুটেশন দিয়েও কোনও লাভ না হওয়ায় এ বার সংঘাতে যাওয়ার কথা ভাবছে তারা। তাঁদের অভিযোগ, মাওবাদী আমলে ঝাড়গ্রাম জেলায় নিখোঁজ হয়েছেন ৮১ জন, পশ্চিম মেদিনীপুরে ২৬ জন, বাঁকুড়ায় ১জন ও পুরুলিয়ায় ১৬ জন। দীর্ঘ দশ বছর পরেও নিখোঁজদের ডেথ সার্টিফিকেট না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের, তবে এ ক্ষেত্রেও সরকার নির্বিকার।

বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে জঙ্গলমহলের সরকার বিরোধী এই রব ওঠায় রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট