নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:-আবারো পথদুর্ঘটনায় মৃত চালক গুরুতর আহত দুই, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা অন্তর্গত শ্যামপুরার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর,স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়গপুর থেকে উড়িষ্যা যাওয়ার পথে একটি চিপস বোঝাই লরি চলন্ত অবস্থায় হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে চিপস বোঝাই লরি পেছনে ধাক্কা মারে,ঘটনাস্থলেই মৃত্যু হয় কন্টেইনারের চালকের,গুরুতর আহত হয় কন্টেইনারে থাকা দুইজন, এরপর স্থানীয়দের তৎপরতায় আহত দুজনকে বেলদা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়, এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়,কোন দিকে পরিচালকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আবারো পথ দুর্ঘটনায় মৃত চালক গুরুতর আহত
বুধবার,৩০/০৯/২০২০
603