পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ তার মায়ের দ্রুত আরোগ্য কামনায় জাম্বনীর কণকদূর্গা মন্দিরে পূজা অনুগামীদের


শনিবার,২৬/০৯/২০২০
946

ঝাড়গ্রাম:-রাজ্যের পরিবহণ,জলসম্পদ উন্নয়ন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উনার মা শ্রীমতী গায়েত্রী অধিকারী করোনায় আক্রান্ত। উনাদের দ্রুত সুস্থতা ও উনার পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় শুভেন্দু অনুগামীদের পক্ষ থেকে যজ্ঞ ও পুজো করা হল ঝাড়গ্রামের জাম্বনী ব্লকের কণকদূর্গা মন্দিরে।বৃহস্পতিবার করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মা গায়ত্রী অধিকারী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কণকদূর্গা মন্দিরে রীতিমতো পুরোহিত দিয়ে নিষ্ঠা সহকারে কণক দুর্গা মায়ের মন্দিরে যজ্ঞ ও পুজাের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ও তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের শুভেন্দু অধিকারীর অনুগামীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট