মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বাস্তবে রূপায়িত হওয়ায় খুশি বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ এলাকার বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক রেশমি কমল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার,ঘাটালের বিধায়ক শংকর দোলুই সহ আরো অনেকে। করোনা পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে সামিল হয়েছিলেন। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বীরসিংহ গ্রামে রাজ্য প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান চলবে । প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানএর আয়োজন করেছে প্রশাসন। অনুষ্ঠানেও উপস্থিত সকলেই বিদ্যাসাগরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই সঙ্গে বীরসিংহ এলাকার কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তা তারা বিস্তারিতভাবে বলেন। এতদিন বীরসিংহ অবহেলিত হয়ে পড়েছিল। দীর্ঘ ৩৪ বছরে উন্নয়নের কথা কোনদিনো মনে করেনি তৎকালীন বাম সরকার । তাই অবহেলিত ছিল বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম । কিন্তু রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালের ২৪ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করে ঘাটালের বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে বীরসিংহ কে উন্নয়ন পর্ষদ হিসেবে ঘোষণা করা হবে।

ঘাটালের বীরসিংহ গ্রামের সিংহ শিশু বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের আগেই সেই স্বীকৃতি পেল বীরসিংহ এলাকারবাসিন্দা। শুধু তার পাশাপাশি ঘাটাল ব্লক এর বেশ কিছু এলাকা ওই উন্নয়ন পর্ষদের আওতাধীন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কোমল।গতবছর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়ন পর্ষদ গঠন করবে অবশেষে গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বীরসিংহ উন্নয়ন পর্ষদ হিসাবে স্বীকৃতি পায় । যার ফলে এলাকার সর্বস্তরের মানুষ খুশি।এলাকার বাসিন্দারা বলেন বীর সিংহ আর অবহেলিত থাকবেনা। বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা জেলাশাসক রেশমি কমল বলেন সরকারি নির্দেশ মতো পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তিনি বলেন এই এলাকার রাস্তাঘাট পরিকাঠামোর সাথে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিদ্যাসাগরের হাত ধরে পর্যটনশিল্পের উন্নয়ন হবে।ঘাটালের বেশ কিছু এলাকা ওই পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে এতদিন অবহেলিত এলাকা ছিল বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম এখন থেকেই সেই বদনাম খুঁজতে চলেছে বলে এলাকার বাসিন্দারা জানান। তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় আগামী দিনে বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ সারাদেশের কাছে তার পরিচয় লাভ করবে। তাই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি বীরসিংহ সহ ঘাটাল মহকুমার সর্বস্তরের বাসিন্দারা। তাই শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানান।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

3 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

3 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

3 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

3 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

3 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

3 hours ago