কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে সোচ্চার মহানগরী কলকাতা


শুক্রবার,২৫/০৯/২০২০
1490

কলকাতা :  কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে সোচ্চার মহানগরী কলকাতা। গান্ধী মূর্তি পাদদেশে যখন তৃণমূল কংগ্রেসের টানা অবস্থান কর্মসূচি চলছে তখন ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মহা মিছিল সংঘটিত করল বাম ও কংগ্রেসের শ্রমিক- ছাত্র-যুব -মহিলারা। অবিলম্বে কৃষক বিরোধী এই বিল বাতিলোর দাবি জানান আন্দোলনকারীরা। কর্পোরেটদের আরও বেশি মুনাফা লাভের ব্যবস্থা করে দিতেই এই নয়া কৃষি বিল কেন্দ্রীয় সরকার এনেছে বলে অভিযোগ করেন বাম- কংগ্রেস নেতারা। এদিনের মহামিছিল থেকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেন বিজেপি সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছে। সাধারণ কৃষকের স্বার্থ কেড়ে নেওয়ার খেলায় নেমেছে মোদি সরকার। দিল্লির বিরুদ্ধে এই পৃথিবীর প্রতিবাদে তারা পথে থাকবে, তীব্র আন্দোলন সংগঠিত করতে। বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান কৃষি বিল এর প্রতিবাদে আন্দোলন আরও তীব্রতর করা হবে বলে হুশিয়ারি দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট