কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির প্রতিবাদ সভা


বুধবার,২৩/০৯/২০২০
1296

হাওড়া : কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে প্রতিবাদ সভা বাঙালপুর মোড়ে । এই সভায় উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন।বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস বসু, বাগনান কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অন্তরা সাহা, বাগনান-১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস ও মৌসুমী সেন, দুই সহ-সভাপতি নয়ন হালদার ও জিয়াউর রহমান, বাগনান-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু, সমীর সামন্ত, আমতা-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা, বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান প্রমুখ।

এই সভাতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে প্রায় ৬০০ জন সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিনের সভায় বক্তারা কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষি নীতি ও বিভিন্ন জনবিরোধী নীতি বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শানান। তাঁরা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির খেলায় মেতেছেন। এভাবেই প্রধানমন্ত্রী সারা দেশটাকে বিক্রি করে দিতে চাইছেন। বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান জানান এলাকায় ২২টি বুথ থেকেমহিলা ও কৃষক তৃণমূল কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন থেকে কয়েক হাজার মানুষ এই দিনে সভায় যোগদান করেন। এই সভায় চন্দ্রনাথ বসু বলেন আগামী বছরবঞ্চিত কৃষকদের হাত ধরে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসবে, তিনি এদিনের সভায় আগত সমস্ত দলীয় কর্মী ও কৃষিজীবী মানুষদের স্বাগত জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট