বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান


বুধবার,২৩/০৯/২০২০
1539

কলকাতা : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড়ে ভাঙন ধরাল তৃণমূল। খড়গপুর লোকসভা কেন্দ্রের বিজেপি শ্রমিক সংগঠনের ৫০ জন নেতা কর্মী বুধবার যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের একটা অংশ গত লোকসভা ভোটে আমাদের সমর্থন করেননি। এখন তাঁরা আমাদের দলে যোগ দিচ্ছেন। বিজেপির ওপর মানুষ আস্থা হারাচ্ছেন তাই খড়গপুরের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন মানুষ। প্রদীপ সরকার ভোটে নির্বাচিত হন। যাঁরা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সজল রায়, অজয় চট্টোপাধ্যায়, শৈলেন্দ্র সিং প্রমুখ। বিজেপির বিভিন্ন পদের দ্বায়িত্ব সামলেছেন তাঁরা।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের এই নেত্রী বলেন, দিলীপ বাবুর দল বিজেপি আইন শৃঙ্খলা ভঙ্গের রাস্তায় নেমেছে। রাজ্যের অধিকার আইন শৃঙ্খলা রক্ষা করা। এবিষয়ে অমিত শা’র নাক না গলানোয় ভালো। চন্দ্রিমা বলেন, তৃণমূল শুধু ননয়, কংগ্রেস, সিপিএম সহ বিজেপি বিরোধী সকলেই রাস্তায় নেমেছেন কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট