কলকাতা : সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম মুখ লক্ষ্মী দাস আবারো রাজপথে। ষাটোর্দ্ধ এই বৃদ্ধা সিঙ্গুরের জমি আন্দোলনের রমনীদের নিয়ে সটান কলকাতায়। কেন্দ্রের মোদি সরকারের জমি বিলের প্রতিবাদ জানাতে তাঁরা হাজির কলকাতায়। গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। আর এই বিক্ষোভ সমাবেশে বরণ ডালা নিয়ে নেত্রীদের বরণ করেন তাঁরা।
কৃষি বিল এর প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। আর পরদিনই দলের মহিলারা অবস্থান বিক্ষোভে বসলেন গান্ধী মূর্তির পাদদেশে। এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল মহিলা কংগ্রেস এর অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, রত্না ঘোষ, অসীমা পাত্র, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।
https://youtu.be/SaVDQ2EasU8