চিকিৎসার গাফিলতিতে করোনা আক্রান্ত যুবকের মৃত্যু পথ অবরোধ ঝাড়গ্রামে,চিকিৎসককে চড় ,অবস্থান বিক্ষোভে চিকিৎসকরা


শনিবার,১৯/০৯/২০২০
841

ঝাড়গ্রাম:– ঝাড়গ্রামে করোনায় আক্রান্ত ২৮ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম শহরে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো পরিবারের লোকেরা।পরিবারের অভিযোগ ডায়েরিয়া এবং জ্বর উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ওই তরুণ।যুবকের অবস্থার অবনতি হলে পরে তাঁকে গতকাল কোভিড হাসপাতালে আনা হয়। অথচ কোনো কিছুই তার পরিবারের লোকদের জানানো হয়নি বলে অভিযোগ। গতকাল রাতে সেখানেই মারা যায় সেই তরুণ। তার পরই উত্তেজনা ছড়ায়।

বিজ্ঞাপন

এদিন ঝাড়গ্রাম হাসপাতালে করোনা মৃত্যু নিয়ে অবরোধ চলাকালীন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অর্ণাশিস হোতাকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে মৃতের মায়ের বিরুদ্ধে।ঘটনার জেরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্ল্যাকার হাতে হাসপাতালের সুপার সহ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন। চলছে ধর্নাও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট