ভবানীভবনে ভারতী


শুক্রবার,১৮/০৯/২০২০
963

কলকাতা :  বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে ভবানী ভবনে ডাকা হয়েছিল। ভবানী ভবনে ঢোকবার আগে তিন বলেন আমাকে আলিপুরদুয়ার এর একটা মামলায় ডাকা হয়েছে। ১৮ মাস হয়ে গেছে কখনো ডাকা হয়নি। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে আর আমাকে ডাকার পরিমান বাড়ছে, অভিযোগ ভারতীর। এই কোভিট এর মধ্যে ফোনের মাধ্যমে কথা বলা যেত না? বারবার করোনা এর মধ্যে ডাকা হচ্ছে। এর পিছনে মমতা ব্যানার্জীর হাত আছে বলে অভিযোগ তার। জঙ্গল মহলে প্রচুর মানুষকে মারা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এর হিসাব ভগবান নেবে বলে মন্তব্য এই বিজেপি নেত্রীর।

https://youtu.be/aytRJjsZp7U

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট