কলকাতা : বিজেপির দালালি করছে তৃণমূল। অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, দিল্লিতে তৃণমূল দাবি করেছে, আঞ্চলিক দলগুলি কংগ্রেসকে বিশ্বাস করছে না। তার কারন হিসাবে বলছে পশ্চিমবঙ্গে নাকি বিজেপির সঙ্গে কংগ্রেস হাত মিলিয়েছে। অধীর বলেন, যখন তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো হয়েছে তখন এই অভিযোগ করছে তৃণমূল। আসলে তাঁকে সভাপতি করায় তৃণমূলের হয়ত খারাপ লেগেছে। অধীর চৌধুরীতো আর তৃণমূলের কথায় ওঠাবসা করবে না। আসলে কংগ্রেস নয়, বিজেপির দালালি করছে তৃণমূল। মন্তব্য অধীরের। অধীরের অভিযোগ, সংসদে বিজেপিকে নানাভাবে সুবিধা পাইয়ে দিচ্ছে তৃণমূল। কিন্তু তীব্র বিরোধীতা একমাত্র কংগ্রেসই করছে।
“বিজেপির দালালি করছে তৃণমূল”- অধীর রঞ্জন চৌধুরী
শুক্রবার,১৮/০৯/২০২০
796