পশ্চিম মেদিনীপুর:- মাওবাদী সংগঠনের প্রতিষ্ঠা দিবস এর পরিপ্রেক্ষিতে জঙ্গলমহলে সক্রিয়তা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য, 2004 সালের একুশে সেপ্টেম্বর সি পি আই (এম এল), জনযুদ্ধ এবং মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার অফ ইন্ডিয়া সংযুক্ত হয়ে গঠন করেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(মাওবাদী)। তাই প্রতিবছর এই সময়ে সাত দিন ধরে প্রতিষ্ঠা দিবস পালন করে মাওবাদীরা।গোয়েন্দা বিভাগের খবর অনুসারে, পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদী সক্রিয় আবার বাড়তে শুরু করেছে। সম্প্রতি ঝাড়গ্রামের বেলপাহাড়ীর কয়েকটি এলাকা থেকে মাওবাদী হুমকি ভরা পোস্টার উদ্ধার করেছে পুলিশ। এমনকি, দিন কয়েক আগে রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র সরেজমিন পরিদর্শন করে গেছেন, ঝাড়খন্ড লাগোয়া বেলপাহাড়ীর কয়েকটি গ্রাম। পরে ঝাড়গ্রাম পুলিশ লাইনে মাওবাদী পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গ- ঝাড়খন্ড সীমান্তে মাওবাদীরা যাতে কোনরকম নাশকতা ঘটাতে না পারে তাই তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্তবর্তী সড়ক ও গ্রামগুলিতে গোয়েন্দা কুকুর নিয়ে অভিযান চালানোর পাশাপাশি রাস্তায় ঝাড়খণ্ডের দিক থেকে আসা গাড়ি গুলিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি পঙ্কজ কুমার তাঁদের তৎপরতা সম্পর্কে জানিয়েছেন ।