পশ্চিম মেদিনীপুর:– West Medinipur Cyclers Club এর উদ্যোগে আজ কনকাবতী ও বাঁধী এলাকায় ৪০০ মাস্ক ও ১০০ সাবান বিলি করা হয়। রোজই সাইকেলিং করা হয় ক্লাবের তরফে। ক্লাবের সদস্যরা বৃহস্পতিবার সার্কিট হাউস মোড় এর সামনে থেকে সাইকেলিং শুরু করে ভোর ৬টা নাগাদ। সাইকেলিং করে উপরিউক্ত এলাকায় গিয়ে বিলি করা হয়। নবনীতা মিশ্র, মধুমিতা মহাপাত্র, শুভ সিনহা সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। মধুমিতা মহাপাত্র স্থানীয় এক জিম এ যোগার শিক্ষিকা। নবনীতা মিশ্র মিশন গার্লস এর শিক্ষিকা। আগামীদিনে দুস্থদের মধ্যে পুস্তক বিলি ও যোগার শিক্ষা প্রদান করার ইচ্ছে রয়েছে বলে জানান নবনীতা মিশ্র।
https://youtu.be/p0D6wy9QP1k