মেয়েদের কোনও নিরাপত্তা নাই: দু’বাংলার অভিনেত্রী জয়া


মঙ্গলবার,১৫/০৯/২০২০
1135

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুগ যুগ ধরে সমাজেরঅঙ্গহিসেবে পরিচিত মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে এবার মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই প্রতিবাদ প্রচারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু তারকাই সামিল হয়েছেন। এবারনো মোরক্যাম্পেনিংয়ে সামিল হলেন জয়াও। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, গার্হস্থ্য হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ করেনি কেউ! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। উল্টো সাফাই গেয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই নিয়ে বাইরে কথা হবে কেন? এবার বলার সময় এসেছে, ‘আর নাকমনওয়েলথের সপ্তাহব্যাপী এই বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে জয়া গর্বিত।

তিনি জানিয়েছেন, ঘরের কোণায় গুমরোতে গুমরোতে অত্যাচারে, অবিচারে মৃতপ্রায় নারী। মহামারির মতো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে এই ন্যাক্কারজনক ঘটনা। সমাজ এর বিরুদ্ধে মুখ খোলেনি। মেয়েদের কোনও নিরাপত্তা দেয়নি। প্রশ্ন তুলে এই অভিনেত্রী আরও বলেন, কোভিড১৯ নিয়ে সবাই আতঙ্কিত। নিত্যদিন ঘটে চলা অকথ্য অত্যাচার যে কত নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা আতঙ্কের নয়? দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের কলঙ্কিত অধ্যায় মুছে ফেলতে তাই ডাক দিয়েছেন, ‘নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।জয়ার মতে, সমাজের আনাচেকানাচে একটাই কথা ধ্বনিত হোক, ‘আর না। তবেই হিংসা গিয়ে সম্মান ফিরবে নারী জীবনে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট