পশ্চিম মেদিনীপুর জেলাতে তৃণমূলের নতুন কমিটি


মঙ্গলবার,১৫/০৯/২০২০
809

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলাতে তৃণমূলের নতুন কমিটি। ব্লক কমিটিতে পরিবর্তন ৫ টিতে। মোহনপুর ব্লকে সভাপতি ছিলেন প্রদীপ পাত্র সেখানে দায়িত্ব দেওয়া হল মানিক মাইতি। প্রদীপ পাত্র বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সহ সভাপতি, তাকে জেলা সাধারণ সম্পাদক করা হয়েছে। দাঁতন ১ ব্লকে সভাপতি ছিলেন বিক্রম প্রধান সেখানে দায়িত্ব দেওয়া হল প্রতুল দাসকে। বিক্রম প্রধান বিধায়ক, জেলা কমিটির সদস্য। চন্দ্রকোনা ২ ব্লকে সভাপতি ছিলেন ছায়া দলোই সেখানে দায়িত্ব দেওয়া হল জগজিৎ সরকার। ছায়া দলোই বিধায়ক, তাকে জেলা কমিটিতে। গড়বেতা ৩ ব্লকে সভাপতি ছিলেন নিমাই ব্যানার্জি সেখানে দায়িত্ব দেওয়া হল রাজিব ঘোষ। নিমাই ব্যানার্জীকে জেলা কমিটির সহ সভাপতি হলেন।মেদিনীপুর সদর ব্লকে সভাপতি ছিলেন দিলীপ দে সেখানে দায়িত্ব দেওয়া হল মুকুল সমন্তকে। দিলীপ দে পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি, জেলা কমিটিতে সহ সম্পাদক করা হয়েছে। ক্ষিরপাই টাউন সভাপতি ছিলেন গৌতম ভট্টাচার্য্য এর জায়গায় এসেছে বিশ্বেশ্বর পাহাড়ি। গৌতম কে জেলা সহ সভাপতি করা হয়েছে। রামজীবন পুর টাউন সভাপতি দায়িত্বে ছিলেন নিমাই চৌধুরী সেখানে দায়িত্ব দেওয়া হল সুজিত পাত্রকে। নিমাই চৌধুরী পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। জেলা কমিটিতে রয়েছেন। চন্দ্রকোনা টাউন সভাপতি ছিলেন উত্তম পাল সেখানে দায়িত্ব দেওয়া হল প্রদীপ সাঁতরা। জেলাতে খড়গপুর পুরসভা এলাকায় এখনও নাম ঘোষণা হয় নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট