কলকাতা: মহিলা পুলিশ অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রয়াত হন। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার তারাতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আকিব গুলজার প্রমুখ। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীকে সামনে রেখে বিহারে বিজেপি রাজনীতি শুরু করেছে বলে এ দিনের কর্মসূচি থেকে অভিযোগ তোলেন কংগ্রেস নেতারা। আশুতোষ চট্টোপাধ্যায় বলেন বিহারের ভোটকে সামনে রেখে নোংরা রাজনীতির খেলায় নেমেছে বিজেপি। বিচারের আগেই রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতপাতের রাজনীতি করছে তারা। কংগ্রেস এই জাতপাতের রাজনীতির বিরুদ্ধে। দক্ষিণ কলকাতা কংগ্রেস সংখ্যালঘু সেল এর চেয়ারম্যান আকিব গুলজার বলেন দেবশ্রী চট্টোপাধ্যায়ের সৎ পুলিশ অফিসার ছিলেন। প্রশাসনিকভাবে তিনি যখন দায়িত্বে ছিলেন বিরোধীদেরও সমান চোখে দেখতেন। তাঁর মত পুলিশ অফিসারের আজ ভীষণ দরকার। তাঁকে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচী পালন করা হল। এদিনের কর্মসূচিতে মহিলা কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া। সকলে হাতেই ছিল জ্বালানো মোমবাতি।
দেবশ্রী স্মরণে কংগ্রেসের ক্যান্ডেল লাইট
সোমবার,১৪/০৯/২০২০
850