করোনা আবহে খুঁটি পুজো সারল ঝাড়গ্রামের পূর্বাশা ক্লাব


সোমবার,১৪/০৯/২০২০
980

ঝাড়গ্রাম:-বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গোত্‍সব। যদিও করোনা মহামারি আবহে এবার উত্‍সবের টানে ভাটা পড়েছে। এই বছর সেই অর্থে সাড়ম্বরে পালিত হবে না ঝাড়গ্রামে দুর্গাপুজো। কারণ, করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ যেমন ঘরবন্দি হয়েছেন, তেমনই পুজো উদ্যোক্তারাও কমিয়েছে বাজেট।কিন্তু বাঙালির সেরা উত্‍সব বলে কথা, তাই ভাইরাসের দাপট যতই থাকুক, জৌলুস কমলেও বাঙালির দুর্গাপুজোকে ঠেকিয়ে রাখা যাবে না।

পুজোর বাজেটে অনেকটাই কাটছাঁট নিশ্চিত। আড়ম্বর হবে না বললেই চলে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের বড় পুজো কমিটির খুঁটিপুজো হল রীতি মেনে।করোনা আবহেও রীতি মেনে ধুমধাম করে খুঁটি পুজোর পর্ব সারল ঝাড়গ্রামের পূর্বাশা ক্লাব। সোমবার পূর্বাশা ক্লার সংলগ্ন ময়দানে খুটি পুজোর মধ্যে দিয়ে তাদের ৩৮তম দুর্গোৎসবের শুভ সূচনা হল।উদ্যোক্তারা জানান,করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই হবে দূর্গাপূজা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট