পশ্চিম মেদিনীপুর:– সোমবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল l এদিন মেদিনীপুর শহরে শহর তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। শহরের গান্ধী মুর্তির পাদদেশে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পান্ডব ,সুজয় হাজরা,সুকুমার পড়্যা,সমাজসেবী গোপাল সাহা সহ অন্যান্য জেলা নেতা ও কর্মীরা। জি এস টি বাবদ রাজ্যের পাওনা না দেওয়া, খড়্গপুরে সাধারন মানুষের প্রতি রেল প্রশাসনের চরম বঞ্চনা এবং পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের সার্বিক বঞ্চনার প্রতিবাদে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন তৃণমূল নেতাকর্মীরা l সেখানে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সোমবার কেশিয়াড়ি বাজারেও বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল কর্মীরা। এদিন পাঁচখুরি এলাকার কমলপুরেও মহা মিছিল করেছে তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনা করার এবং
বিজেপির মিথ্যাচার ও বাংলাকে অশান্ত করার চেষ্টার বিরুদ্ধে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে পিড়াকাটা ও শালবনীতে মহামিছিল বের হয় l শালবনি বিধানসভার গড়বেতা 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই মহামিছিল
হয়েছে l বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা, ব্লক সভাপতি নিমাই রতন ব্যানার্জী, আকাশদীপ সিনহা, কৃষ্ণেন্দু বিশুই সহ ব্লক থেকে বুথ নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে সমবেত স্লোগান দেন l. পাশাপাশি নারায়নগড় এ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল।পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ৬ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে একটি মিছিল ও পথসভা আয়োজন করা হলো সোমবার বিকেলে। এদিন মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য সূর্যকান্ত অট্ট,বিমল ভূইয়া, শেখ শারিফ, শেখ বাপি সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের একধিক নেতৃত্বরা।