রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে গণ আন্দোলন তীব্র করছে শাসক তৃণমূল


সোমবার,১৪/০৯/২০২০
532

ঝাড়গ্রাম:- রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে গণ আন্দোলন তীব্র করছে শাসক তৃণমূল। জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেস কাপগাড়ী ৩নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় বিজেপি সরকারের রাজ্যের পাওনা GST ও আম্ফানের ক্ষতির 54000 কোটি বকেয়া টাকা আদায়ের দাবিতে” ধিক্কার মিছিল ও আলোচনা সভা তার সাথে সাথেই তৃণমূল কংগ্রেস কার্যলয়ের উদ্ধোধন করা হলো। উপস্থিত ছিলেন জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি – নিশীথ মাহাত, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান – বীরবাহা সরেন (টুডু ), জেলা কো – অর্ডিনেটর – উজ্জ্বল দত্ত ,বিশিষ্ট সমাজসেবী – প্রষুণ সড়ঙ্গী ও অর্জুন হাঁসদা সহ জেলা – ব্লক ও অঞ্চল নেতৃত্ব বৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট