পশ্চিম মেদিনীপুর:– পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার চৈতন্যপুর এলাকা থেকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করে এলাকার বাসিন্দারা ।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।প্রায় দশ ফুটের বেশি লম্বা অজগর সাপ টি কোথা থেকে ওই গ্রামে এলো তা নিয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা। শনিবার সকালে আচমকা গ্রামবাসীরা বিশাল আকারের অজগরটিকে দেখতে পায়। এরপর গ্রামের যুবকেরা অজগর সাপ টিকে ধরে ফেলে । সেই সঙ্গে অজগর সাপ টিকে দেখতে গ্রামবাসীরা ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দেয়। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা এসে অজগর সাপটিকে ওই গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষা করে বন দফতরের পক্ষ থেকেঅজগর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত স্থানীয় জঙ্গল থেকে যেকোনো কারণে ওইঅজগর সাপটি বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল। তবে গ্রামে অজগর সাপ চলে আসায় চৈতন্যপুর গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কেশিয়াড়ি থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
শনিবার,১২/০৯/২০২০
806