শালবনির খসলা গ্রামে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে


শনিবার,১২/০৯/২০২০
951

পশ্চিম মেদিনীপুর:-তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গোটা এলাকায়,পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের খসলা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে শালবনি ব্লকের বিষ্ণুপুর দুই গ্রাম পঞ্চায়েতের খসলা গ্রামজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা শুক্রবার টাঙ্গানো হয়। শনিবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় যে সমস্ত পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। কোথাও একটা পতাকা টাঙানো নেই। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শালবনীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্রীকান্ত মাহাতো অভিযোগ করে বলেন রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে না পারায় রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ছিঁড়ে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে।

তিনি বিজেপির জঘন্য রাজনীতির তীব্র নিন্দা করেন। তিনি দলীয় কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান এবং ওই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখার জন্য তিনি শালবনি থানার পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই ঘটনার বিরুদ্ধে শনিবার এলাকায় ধিক্কার মিছিল করে। তবে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের অভিযোগ কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখলে প্রকৃত ঘটনার কথা এলাকার মানুষ জানতে পারবেন। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বলে বিজেপি নেতারা জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট