জৌলুস হারালেও নির্ঘন্ট মেনে চলে ঝাড়গ্রাম রাজ পরিবারের পট পূজো


শনিবার,১২/০৯/২০২০
538

ঝাড়গ্রাম:-অকাল বোধনেরও বুঝি অকাল বোধন হয়! দেবীপক্ষের আগেই দেবী দুর্গার বোধন গড়-ঝাড়গ্রামের রাজার পুজোয়! চারশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা। সেই জৌলুস আর নেই, তবে ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের দেবী পুজোর নির্ঘন্টের পরিবর্তন হয় না কখনও। মহালয়ার আগে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মঙ্গলঘট স্থাপন করে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়ে যায় পিতৃপক্ষে।পুরনো আমলে রাজার গড় ঝাড়গ্রাম হল এখনকার ঝাড়গ্রাম শহরের পুরতন ঝাড়গ্রাম এলাকা। এখানেই রয়েছে রাজ বংশের কুলদেবী সাবিত্রীর মন্দির। মন্দিরের ভিতরে পৃথক চণ্ডীমণ্ডপে দুর্গাপুজোটি হয় পটে। আগে প্রাচীন পটটি ছিল শালপাতার ঝালরের উপর আঁকা। কয়েক শতাব্দী প্রাচীন পটটি নষ্ট হয়ে যাওয়ায় এখন চণ্ডীমণ্ডপের দেওয়ালে চিত্রিত পটে দেবীর পুজো হয়। দেবীর নাম ‘পটেশ্বরী’। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শুরু হল পুজো। চলবে বিজয়া দশমী পর্যন্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট