দল থেকে বহিঃস্কৃত অর্ঘ্য


বৃহস্পতিবার,১০/০৯/২০২০
1039

কলকাতা : দ্বিতীয়বারের জন্য অধীর রঞ্জন চৌধুরি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে দ্বায়িত্ব নেওয়ার দিনই দলের ছাত্র শাখার কলকাতা জেলা সভাপতি অর্ঘ্য গন বহিঃস্কৃত হলেন। দল বিরোধী কার্যকলাপের জন্য কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গনকে  বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র  পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।এদিন তিনি জানান, দমদমের এক ব্যক্তির সঙ্গে অশালীন মন্তব্য ও কুৎসিত ভাষায় গালিগালাজ করা এবং সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই ছাত্র নেতাকে বহিঃস্কার করা হয়েছে। এধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য সংগঠন অনমোদন করে না। আর তারই জেরে এদিন জেরে এদিন এদিন অর্ঘ্য কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিন তিনি জানান যে বিষয়টি ছাত্র পরিষদের সর্বভারতীয় সংগঠন এন এস ইউ আই এর সভাপতি ও এরাজ্যের পর্যবেক্ষককে জানানো হয়েছিল । তারই পরিপ্রেক্ষিতে তাঁদের নির্দেশ অনুযায়ী এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট