পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আধিকারিক ও কর্মীকে covid warrior medal প্রদান


বৃহস্পতিবার,১০/০৯/২০২০
785

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে Fire and Emergency Service এর আরও 51 জন আধিকারিক ও কর্মীকে covid warrior medal প্রদান করা হল। এই উপলক্ষে বুধবার কলকাতায় দমকলের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে ওই অফিসার ও কর্মীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের মহানির্দেশক জগমোহন সহ অন্যান্যরা। এদিন দমকল মন্ত্রী বলেন, এই করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে দমকল কর্মীরা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। আগুন নেভানোর পাশাপাশি নবান্ন থেকে রাইটার্স সহ রাজ্যের দফতরে স্যানিটাইজের কাজেও দমকল কর্মীরা কাজ করে চলেছেন। বিভিন্ন হাসপাতাল থেকে কোয়ারান্টিন সেন্টার – সাহসের সঙ্গে কাজ করেছেন দমকল বাহিনী। ইতিমধ্যে ২০০ জন কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠেছেন। তাঁরা খুব ভাল কাজ করেছে। তাদের সরকার স্বীকৃতি দিয়েছে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট