জাতীয় শিক্ষানীতির বৈঠকে রাজ্যের আপত্তির কথা জানালেন পার্থ


মঙ্গলবার,০৮/০৯/২০২০
694

জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করল রাজ্য। সোমবার দেশের রাজ্য গুলির সঙ্গে জাতীয় শিক্ষানীতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের আপত্তার কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নতুন জাতীয় শিক্ষানীতি আনা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিনের ভার্চুয়ালসভায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই নতুন শিক্ষানীতির মধ্য দিয়ে দেশের ফেডারেল স্ট্রাকচারকে ভাঙ্গার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রীর অভিযোগ, যখন গোটা দেশ করোনা পরিস্থিতিতে ত্রস্ত তখন কিভাবে করোনা মোকাবেলা করা যায় তা নিয়ে না ভেবে নয়া শিক্ষা নীতি প্রয়োগ নিয়ে ব্যস্ত সরকার। আলোচনার জন্য আরও সময় চেয়েছি বলে জানান পার্থবাবু।
জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষা বাদ পড়া নিয়েও এদিন সোচ্চার হোন রাজ্য শিক্ষা মন্ত্রী।

৩৪ বছর পর ভারতীয় শিক্ষা নীতিতে বড় পরিবর্তন এনেছে মোদী সরকার। নতুন জাতীয় শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই নিয়েই সব রাজ্যের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব রাজ্যের রাজ্যপাল উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট