বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে চন্দ্রকোনা রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল


মঙ্গলবার,০৮/০৯/২০২০
731

পশ্চিম মেদিনীপুর:-বাংলার বিরুদ্ধে কেন্দ্রের মোদি সরকারের চক্রান্ত ও বঞ্চনার প্রতিবাদ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রকোনা রোডে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ।ওই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসেরব্লক সভাপতি নিমাই রতন ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিলে উপস্থিত সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছেন ও মুখে মাস্ক ব্যবহার করেছিলেন। ওই মিছিল থেকে শ্লোগান উঠে বাংলার বিরুদ্ধে বঞ্চনাকারী বিজেপি বাংলা থেকে হাত গোটাও। কার স্বার্থে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাকে বঞ্চনা করছো জবাব চাই জবাব দাও। সেই সঙ্গে ওই মিছিলের শেষে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বলেন কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি এলাকায় উন্নয়নের কাজ করে চলেছেন। সেই উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে বিজেপি এবং তাকে মদত দিচ্ছে কংগ্রেস ও সিপিএম ।তিনি বলেন যারা বাংলার ভালো চায়না, বাংলার মানুষের ভালো চায় না সেই বিজেপিকে বাংলার মানুষ আগামী দিনে উপযুক্ত শিক্ষা দেবে ।তাই তিনি বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট