পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে পলাশপাই গ্রামের বাসিন্দা সুদর্শন ভুঁইয়া বৃহস্পতিবার এর মতো শুক্রবার সকালে ও পলাশপাই জেলে ঘাটের কাছে ১০০ দিন প্রকল্পে কাজ করতে এসেছিল। কাজ শুরুর মুখেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যায়। যার ফলে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিক গন। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি ১০০ দিন প্রকল্পে কাজ করতে এসে মারা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। ওই ঘটনার পর শুক্রবার পলাশপাই গ্রামে ১০০ দিন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাসপুরে ১০০ দিন প্রকল্পের কাজ করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু
শনিবার,০৫/০৯/২০২০
531